এফসিসি স্ট্রাকচারে স্লিপ সিস্টেমের সংখ্যা হয়-
Solution
Correct Answer: Option C
FCC (Face-Centered Cubic) ক্রিস্টাল স্ট্রাকচারে প্রতিটি কিউবের মুখে একটি করে পরমাণু থাকে এবং এটি অত্যন্ত ঘনভাবে প্যাকড হয়, যার ফলে এর পরমাণুগুলো সহজে একে অপরের উপর স্লিপ করতে পারে। এই গঠনধারায় মোট ১২টি স্লিপ সিস্টেম থাকে—যার মানে হলো ৪টি ভিন্ন স্লিপ প্লেনে প্রতি প্লেনে ৩টি করে স্লিপ দিক থাকে। এ কারণেই FCC গঠনের ধাতুগুলো যেমন—অ্যালুমিনিয়াম, কপার, সোনা ইত্যাদি—খুবই ডাকটাইল এবং সহজে রূপান্তরযোগ্য হয়।