একটি মৌলিক পদার্থ দৃঢ়ভাবে একটি ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে কেবলমাত্র তখনই, যখন এর অ্যাটমসমূহ-
A একটি সম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
B একটি অসম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
C একটি অসম্পূর্ণ ইনার শেলে থাকে
D একটি শূন্য ইনার শেলে থাকে
Solution
Correct Answer: Option C
একটি মৌলিক পদার্থের অ্যাটমসমূহে অসম্পূর্ণ ইনার শেল (C) থাকলে তা দৃঢ় ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে, যা সঠিক উত্তর। এর কারণ হল, অসম্পূর্ণ ইনার শেলে অযুগ্ম ইলেকট্রন থাকে যা স্থায়ী চৌম্বক মোমেন্ট তৈরি করে। উদাহরণস্বরূপ, ট্রানজিশন মেটাল যেমন আয়রন (Fe), নিকেল (Ni), কোবাল্ট (Co) এর d-শেল অসম্পূর্ণ থাকে এবং রেয়ার আর্থ এলিমেন্টের f-শেল অসম্পূর্ণ থাকে, যার ফলে এরা শক্তিশালী চৌম্বক ধর্ম প্রদর্শন করে। অন্যদিকে, সম্পূর্ণ ভ্যালেন্স শেল বা শূন্য ইনার শেল থাকলে চৌম্বক ধর্ম প্রদর্শন করে না।