সিঁড়ির বাতির জন্যে কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়?
Solution
Correct Answer: Option C
সিঁড়ির বাতি নিয়ন্ত্রণের জন্য SPDT (Single Pole Double Throw) সুইচ ব্যবহার করা হয়, কারণ এটি একটি মাত্র ইনপুট থেকে দুইটি আলাদা আউটপুটে সংযোগ দিতে পারে। সিঁড়ির উপরে ও নিচে দুটি সুইচ স্থাপন করে একই বাতি জ্বালানো বা নিভানো যায়, যা SPDT সুইচের মাধ্যমেই সম্ভব হয়। এই পদ্ধতিকে টু-ওয়ে সুইচিং বলে, যা বাড়ির সিঁড়ি বা লম্বা করিডোরে আলো নিয়ন্ত্রণে খুবই কার্যকর।