সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
Solution
Correct Answer: Option A
সোডিয়াম ভ্যাপার ল্যাম্প একটি ডিসচার্জ ল্যাম্প যা প্রধানত রাস্তা, পার্কিং লট ও শিল্প এলাকায় আলোকসজ্জার জন্য ব্যবহৃত হয়। এর আলো উজ্জ্বল ও হলুদাভ রঙের হয়, যা কুয়াশা বা ধোঁয়াযুক্ত পরিবেশেও ভালো দৃশ্যমানতা দেয়। এই ল্যাম্পের গঠন ও রাসায়নিক প্রক্রিয়ার ফলে এটি দীর্ঘ সময় ধরে কার্যক্ষম থাকে, তবে স্বাভাবিক ব্যবহারে এর আয়ুষ্কাল সাধারণত প্রায় ৮০০০ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে, এরপর এর উজ্জ্বলতা কমে যেতে পারে।