কোনো পদার্থে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স প্রতিষ্ঠা করা যায়, সেটাই-
Solution
Correct Answer: Option C
- পারমিয়্যাবিলিটি (Permeability) হল কোনো পদার্থের চুম্বকীয় ক্ষেত্র ধারণ করার ক্ষমতা বা সেই পদার্থে যে পরিমাণ চুম্বকীয় ফ্লাক্স প্রতিষ্ঠা করা যায় তার মাপ।
- এটি μ (মিউ) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
- পারমিয়্যাবিলিটি চুম্বকীয় ফ্লাক্স ডেনসিটি (B) এবং চুম্বকীয় ক্ষেত্র প্রাবল্য (H) এর অনুপাতের মাধ্যমে নির্ধারিত হয় (μ = B/H)। ফেরোম্যাগনেটিক পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্টের পারমিয়্যাবিলিটি বেশি হওয়ায় এগুলি সহজেই চুম্বকীয় হয়ে ওঠে।
অন্যদিকে, ডায়াম্যাগনেটিক পদার্থের পারমিয়্যাবিলিটি কম থাকে। শূন্যের পারমিয়্যাবিলিটি (μ₀) একটি ধ্রুবক যার মান 4π × 10⁻⁷ H/m।