Solution
Correct Answer: Option A
অ্যানালগ রেকর্ডার ৩ প্রকার:
- ম্যাগনেটিক টেপ রেকর্ডার (ক্যাসেট টেপ,
- রিল-টু-রিল টেপ), ভিনাইল রেকর্ড প্লেয়ার (গ্রামোফোন রেকর্ড) এবং
- ডায়রেক্ট-কাটিং রেকর্ডার।
এই তিন ধরনের রেকর্ডারই অ্যানালগ সিগন্যালকে সরাসরি ফিজিক্যাল মিডিয়ামে সংরক্ষণ করে - ম্যাগনেটিক টেপে ম্যাগনেটিক প্যাটার্ন হিসেবে, ভিনাইলে গ্রুভ প্যাটার্ন হিসেবে। এগুলো ডিজিটাল কনভার্শন ছাড়াই অরিজিনাল সাউন্ড ওয়েভের অবিকল প্রতিলিপি সংরক্ষণ করে।