Solution
Correct Answer: Option A
টানেল ডায়োডের ডিপ্লিশন লেয়ারের দূরত্ব 0.01 μm। টানেল ডায়োড অত্যন্ত হেভিলি ডোপড সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয় যার ফলে ডিপ্লিশন অঞ্চল খুবই সংকীর্ণ হয়। এই অতি পাতলা ডিপ্লিশন লেয়ারের কারণেই কোয়ান্টাম টানেলিং ইফেক্ট ঘটে, যেখানে ইলেকট্রনরা এনার্জি ব্যারিয়ার অতিক্রম না করেও সেটি পার হতে পারে। এই টানেলিং ইফেক্টের জন্যই টানেল ডায়োড তার বিশেষ নেগেটিভ রেজিস্ট্যান্স বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়।