অনেকগুলো থার্মোকাপলকে একত্রে সিরিজে যুক্ত করলে যে ইউনিট তৈরি হয়, তাকে কী বলে?
A থার্মোমিটার
B থার্মোকাপল
C অপটিক্যাল ইনকোডার
D থার্মোপাইল
Solution
Correct Answer: Option D
অনেকগুলো থার্মোকাপলকে একত্রে সিরিজে যুক্ত করলে থার্মোপাইল তৈরি হয়। থার্মোপাইল হলো একাধিক থার্মোকাপলের সিরিজ সংযোগ যেখানে সকল hot junction একই তাপমাত্রায় এবং সকল cold junction অন্য একই তাপমাত্রায় রাখা হয়। এর ফলে প্রতিটি থার্মোকাপলের আউটপুট ভোল্টেজ যোগ হয়ে মোট আউটপুট বৃদ্ধি পায়। এটি তাপ পরিমাপের সংবেদনশীলতা বাড়ায় এবং রেডিয়েশন পাইরোমিটার, IR ডিটেক্টর ইত্যাদিতে ব্যবহৃত হয়।