মাইক্রোপ্রসেসরের কাজে বাধা সৃষ্টি করে, তাকে বলা হয়-
A Coprocessor
B Processor
C Interrupt
D None
Solution
Correct Answer: Option C
মাইক্রোপ্রসেসরের কাজে বাধা সৃষ্টি করে যে সিগন্যাল, তাকে বলা হয় Interrupt। ইন্টারাপ্ট হল একটি সিগন্যাল যা প্রসেসরকে তার বর্তমান কাজ সাময়িকভাবে থামিয়ে অন্য একটি জরুরি কাজ সম্পাদন করতে বাধ্য করে। ইন্টারাপ্ট সিস্টেমে হার্ডওয়্যার বা সফটওয়্যার উভয় উৎস থেকে আসতে পারে এবং এটি মাইক্রোপ্রসেসরের কার্যক্রমে একটি নিয়ন্ত্রিত বিরতি ঘটায়।