Solution
Correct Answer: Option B
- CPU-এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Processing Unit)।
- বাংলায় একে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলা হয়।
- এটি কম্পিউটারের "মস্তিষ্ক" হিসেবে পরিচিত, কারণ এটি সমস্ত নির্দেশাবলী প্রক্রিয়া করে।
- এর প্রধান দুটি অংশ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) এবং কন্ট্রোল ইউনিট (CU)।
- কম্পিউটারের সমস্ত গাণিতিক, যৌক্তিক এবং ইনপুট/আউটপুট সংক্রান্ত কাজ সিপিইউ-এর মাধ্যমেই সম্পাদিত হয়।