নিচের কোনটি অ্যারিথমেটিক এবং লজিক কার্যাবলি সম্পাদন করে?
Solution
Correct Answer: Option C
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।
- এটি কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)-এর একটি প্রধান অংশ।
এর কাজ হলো দুটি প্রধান ধরনের অপারেশন সম্পাদন করা:
- অ্যারিথমেটিক (গাণিতিক): যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি।
- লজিক (যৌক্তিক): AND, OR, NOT-এর মতো যৌক্তিক অপারেশন এবং দুটি সংখ্যার মধ্যে তুলনা (যেমন কোনটি বড় বা ছোট)।