Which memory is called as primary memory. [BREB-98, 15]
Solution
Correct Answer: Option B
- RAM (Random Access Memory) কে কম্পিউটারের প্রাইমারি বা প্রধান মেমোরি বলা হয়।
- কম্পিউটার চালু থাকা অবস্থায় যে ডেটা ও প্রোগ্রামগুলো নিয়ে কাজ করে, সেগুলো RAM-এ সাময়িকভাবে সংরক্ষিত থাকে।
- এটি একটি অস্থায়ী মেমোরি, যার অর্থ হলো বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে এতে থাকা সমস্ত তথ্য মুছে যায়।
- প্রসেসর সরাসরি RAM থেকে তথ্য আদান-প্রদান করে, তাই এর কাজের গতি হার্ডডিস্কের মতো সেকেন্ডারি মেমোরির চেয়ে অনেক বেশি।