বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?

A পরম চাপ= বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ

B পরম চাপ= গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ

C পরম চাপ=বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

- পরম চাপ (Absolute Pressure) হল শূন্য চাপের সাপেক্ষে পরিমাপকৃত চাপ
- গেজ চাপ (Gauge Pressure) হল বায়ুমণ্ডলীয় চাপের সাপেক্ষে পরিমাপকৃত চাপ
- বায়ুমণ্ডলীয় চাপ (Atmospheric Pressure) হল পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ (সাধারণত 1 atm বা 101.325 kPa)
- সূত্রানুসারে: পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ

যখন কোনো সিস্টেমের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, তখন গেজ চাপ ঋণাত্মক হয় এবং এটিকে ভ্যাকুয়াম চাপ বলা হয়। সেক্ষেত্রে: পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ - ভ্যাকুয়াম চাপ। রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং সিস্টেমে চাপ পরিমাপের সময় এই সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions