A COP = Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
B COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
C COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
- COP বা Coefficient of Performance হল রেফ্রিজারেশন সিস্টেমের দক্ষতা পরিমাপের একক
- এটি শীতলীকরণ প্রভাব (Refrigerating Effect) এবং কম্প্রেসর কার্য (Compressor Work) এর অনুপাত
- COP = RE/CW সূত্রটি দেখায় যে, কতটুকু শক্তি ব্যয় করে কতটুকু শীতলীকরণ প্রভাব পাওয়া যাচ্ছে
- COP এর মান যত বেশি হবে, সিস্টেমের দক্ষতা তত বেশি হবে
রেফ্রিজারেশন সিস্টেমে, শীতলীকরণ প্রভাব হল ইভাপোরেটরে তাপ শোষণের পরিমাণ, আর কম্প্রেসর কার্য হল সিস্টেম চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ। আদর্শ রেফ্রিজারেশন সিস্টেমে COP এর মান 3 থেকে 5 এর মধ্যে থাকে।