Electrical appliances are connected in parallel because it-
A Is a simple circuit
B Draws less current
C Results in reduced power less
D Makes the operation of appliances independent of each other
Solution
Correct Answer: Option D
- প্যারালেল সংযোগে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র একই ভোল্টেজ পায় কিন্তু স্বাধীনভাবে কাজ করে।
- একটি যন্ত্র বন্ধ বা চালু করলে অন্য যন্ত্রগুলোর কার্যক্রম প্রভাবিত হয় না।
- বাসাবাড়িতে সকল বৈদ্যুতিক যন্ত্র (যেমন: লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদি) প্যারালেল সংযোগে থাকে যাতে একটি বন্ধ করলেও অন্যগুলো স্বাভাবিকভাবে চলতে পারে।
- সিরিজ সংযোগের বিপরীতে, প্যারালেল সংযোগে একটি যন্ত্র নষ্ট হলেও অন্য যন্ত্রগুলো কাজ করতে থাকে।