The double energy transient occur in the-
A Purely inductive circuit
B R-L circuit
C R-C circuit
D R-L-C circuit
Solution
Correct Answer: Option D
RLC সার্কিটে ডাবল এনার্জি ট্রানজিয়েন্ট ঘটে কারণ এখানে দুই ধরনের এনার্জি স্টোরেজ এলিমেন্ট থাকে - ইন্ডাক্টর (L) এবং ক্যাপাসিটর (C)। ইন্ডাক্টর চুম্বকীয় ক্ষেত্রে এনার্জি সঞ্চয় করে (½LI²) এবং ক্যাপাসিটর তড়িৎ ক্ষেত্রে এনার্জি সঞ্চয় করে (½CV²)। যখন সার্কিটে কোন পরিবর্তন আসে, তখন এই দুই এনার্জি একে অপরের মধ্যে আদান-প্রদান হয় এবং রেজিস্টরের মাধ্যমে ধীরে ধীরে ক্ষয় হয়। এই দ্বৈত এনার্জি আদান-প্রদানের কারণে RLC সার্কিটে দোলনধর্মী ট্রানজিয়েন্ট দেখা যায়, যা অন্য সার্কিটগুলোতে (RC বা RL) সম্ভব নয় কারণ সেগুলোতে শুধুমাত্র একটি এনার্জি স্টোরেজ এলিমেন্ট থাকে।