বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম- [MOD-03]
Solution
Correct Answer: Option C
- তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে অ্যামিটার (Ammeter) বলে।
- এটি মূলত বর্তনীতে শ্রেণি সমবায়ে (Series Connection) সংযুক্ত থাকে।
- অ্যামিটার বা অ্যাম্পিয়ার মিটার হলো বিদ্যুৎপ্রবাহের একক 'অ্যাম্পিয়ার' (Ampere) নামানুসারে নামকরন করা একটি যন্ত্র।
- গ্যালভানোমিটার (Galvanometer) নামক যন্ত্র বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব ও দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়, কিন্তু এটি দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সরাসরি মাপা যায় না।
- বিদ্যুৎ বর্তনীর দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার (Voltmeter) ব্যবহার করা হয়।
- অন্যদিকে, অলটিমিটার (Altimeter) বিমানের উচ্চতা এবং ফ্যাদোমিটার (Fathometer) সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।