চৌম্বকগ্রাহিতা কাকে বলে? [BTV-01]
A চৌম্বক তীব্রতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
B চৌম্বক প্রবেশ্যতা ও চুম্বকায়ন তীব্রতার অনুপাত
C চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক তীব্রতার অনুপাত
D চুম্বকায়ন তীব্রতা ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাত
Solution
Correct Answer: Option D
চৌম্বকগ্রাহিতা (Magnetic Susceptibility) হল কোনো পদার্থের চুম্বকায়ন তীব্রতা (M) এবং চৌম্বক তীব্রতা (H) এর অনুপাত, যা χm = M/H সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এটি একটি মাত্রাবিহীন রাশি যা পদার্থের চুম্বকীয় বৈশিষ্ট্য নির্দেশ করে। চৌম্বকগ্রাহিতার মান ধনাত্মক হলে পদার্থটি প্যারাম্যাগনেটিক, ঋণাত্মক হলে ডায়াম্যাগনেটিক এবং অনেক বেশি ধনাত্মক হলে ফেরোম্যাগনেটিক হিসেবে বিবেচিত হয়। এটি পদার্থের চুম্বকীয় ক্ষেত্রে প্রতিক্রিয়া প্রদর্শনের ক্ষমতা নির্দেশ করে।