Which of the following is a land port Bangladesh?

A Chittagong

B Mongla

C Hili

D Barisal

Solution

Correct Answer: Option C

বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি। 

উল্লেখযোগ্য কয়েকটি স্থলবন্দরঃ
১। বাংলাবান্ধা স্থল বন্দর = তেঁতুলিয়া, পঞ্চগড়।
২। বেনাপোল স্থল বন্দর = শারশা, যশোর।
৩। হিলি স্থল বন্দর = হাকিমপুর, দিনাজপুর।
৪। ভোমরা স্থল বন্দর= সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
৫। সোনা মসজিদ স্থল বন্দর= শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
৬। বিবির বাজার স্থল বন্দর =কুমিল্লা সদর,কুমিল্লা।
৭। বিরল স্থল বন্দর =বিরল, দিনাজপুর।
৮। টেকনাফ স্থল বন্দর = টেকনাফ,কক্সবাজার।
৯। হালুয়াঘাট স্থল বন্দর= হালুয়াঘাট,ময়মনসিংহ।
১০। আখাউড়া স্থল বন্দর =আখাউড়া, ব্রাম্মণবাড়িয়া।
১১। বুড়িমারী স্থলবন্দর = পাতগ্রাম,লালমনিহাট।
১২। দর্শনা স্থল বন্দর= দামুরহুদা, চুয়াডাঙ্গা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions