Solution
Correct Answer: Option D
বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুকের পরিচিত অনেক পুরনো। এটি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের আওতাভূক্ত। এ পাহাড় থেকৈ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করবে। দূরত্ব: জেলা শহর হতে 26 কি. মি উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ হতে 1500 ফুট।