মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইন্টিকে বলা হয়?
A টাইটেল বার
B স্ক্রসবার
C মেনু বার
D টুল বার
Solution
Correct Answer: Option C
টাইটেল বার: আমাদের খোলা পাতার উপরে গাঢ় রঙের লম্বা সারির মধ্যে ডব্লিউ চিহ্নিত ‘মাউক্রোসফট ওয়ার্ড-ডকুমেন্ট ১’ লেখা সারিটির নাম টাইটেল বার। এখানে আমাদের তৈরী সেভ করা ফাইলের নাম দেখায় তাই এর নাম টাইটেল বার।
মেনু বার: টাইটেল বারের নীচে ফাইল, এডিট, ভিউ, লেখা ইত্যাদি শব্দ গুলিকে বলা হয় মেনু এবং এই লেখা গুলি যে সারিতে সারিবদ্ধ আছে- সেই লাইনকে বলা হয় মেনুবার। এই মেনুবারের প্রত্যেকটি মেনুর অধীনে রয়েছে অনেক গুলি সাবমেনু।পরবর্তীতে এই সাবমেনু নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হবে।
ষ্ট্যান্ডার্ড টুলবার: মেনু বারের নীচে বিভিন্ন ছবি সম্বলিত বা বেশ কিছু চিহ্ন সম্বলিত একটি সারি রয়েছে এর নাম ষ্ট্যান্ডার্ড টুলবার।
ফরম্যাটিং টুলবার: ষ্ট্যান্ডার্ড টুল বারের নীচে বিভিন্ন বক্স সম্বলিত বারটিকে ফরম্যাটিং টুলবার বলে। ফরম্যাটিং টুলবারের বাম দিকে রয়েছে ষ্টাইল বক্স। এই বক্সের সাহায্যে আমাদের তৈরি করা তথ্য গুলিকে বিভিন্ন ষ্টাইলে সাজিয়ে নিতে পারি।
ফন্ট বক্স: ফরম্যাটিং টুলবারের ফন্ট বক্সের মধ্যে অসংখ্য বিভিন্ন ধরণের ফন্ট রয়েছে।