Solution
Correct Answer: Option A
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। তিনি হলেন বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক ও প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী।
তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ-
-তেল-নুন-লকড়ী (১৯০৬)
-বীরবলের হালখাতা (১৯১৬)
-নানাকথা (১৯১৯)
-ভাষার কথা আমাদের শিক্ষা (১৯২০)
-রায়তের কথা (১৯১৯)
-নানাচর্চা (১৯৩২) প্
-রবন্ধ সংগ্রহ (১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড) ইত্যাদি।
তার গল্পগ্রন্থ :
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ইত্যাদি।