Correct Answer: Option D
খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ষ এর ব্যবহার নাই। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য- ষ ব্যবহারের নিয়মকে ষত্ব- বিধান বলে। এক কথায় বলা যায়, তৎসম শব্দের বানানে ষ-এর শুদ্ধ ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।
১. ঋ বা ঋ কারের পরে মূর্ধন্য- ষ হয়। যেমন- ঋষি, কৃষক, তৃষ্ণা ইত্যাদি।
২. রেফ এর পরে মূর্ধন্য- ষ হয়। যেমন- বর্ষা,শীর্ষ,আকর্ষণ ইত্যাদি।
৩. ট ও ঠ বর্ণের সাথে যুক্তবর্ণে ষ হয়। দৃষ্টি,কষ্ট,অষ্টম,ষষ্ঠ ইত্যাদি।
৪. ই-কার ও উ-কারের পরে কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অভিষেক,প্রতিষ্ঠান, অনুষ্ঠান,নিষেধ ইত্যাদি।
৫. নিঃ,দুঃ,বহিঃ,আবিঃ, এর পরে ক,খ,প,ফ থাকলে বিসর্গ (ঃ) স্থলে ষ হয়। যেমন- দুঃ+ কর= দুষ্কর, আবিঃ+কার= আবিষ্কার, নিঃ+পাপ= নিষ্পাপ ইত্যাদি।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions