'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

A বৈষয়িক অধিকরণ

B ভাবাধিকরণ

C অভিব্যাপক অধিকরণ

D ঐকদেশিক অধিকরণ

Solution

Correct Answer: Option D

বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷
যেমনঃ
- পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে)।
- বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)।
- আকাশে চাঁদ উঠেছে ( আকাশের কোনো এক স্থানে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions