ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
Solution
Correct Answer: Option C
- ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃৎ প্রত্যয় বলে।
- যেমন - √জ্ঞা + ক্ত = জ্ঞাত , √পঠ্ + ণক = পাঠক , √ত্যজ্ + ঘঞ্ = ত্যাগ ইত্যাদি।
- কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দে ধাতুর পূর্বে এক বা একাধিক উপসর্গ কিংবা একটি উপপদ (নামপদ) থাকতে পারে।