সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Solution
Correct Answer: Option A
সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, উভয়ই অকারক পদ। উভয়ের সঙ্গেই ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না। তবু এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিচে সম্বোধন পদ ও সম্বন্ধ পদের পার্থক্য বিস্তারিত ভাবে আলোচনা করলাম।
সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্যঃ
১: সম্বন্ধ পদে সাধারণত র/এর বিভক্তি যুক্ত থাকে। সম্বোধন পদে সাধারণত বিভক্তি থাকে না (অর্থাৎ শূন্য বিভক্তি থাকে)।
২: সম্বন্ধ পদ বাক্যের গতি ভঙ্গ করে না। সম্বোধন পদ বাক্যের গতি ভঙ্গ করে।
৩: সম্বন্ধ পদ বিশেষ্যও হতে পারে, সর্বনামও হতে পারে। সম্বোধন পদ শুধু বিশেষ্যই হতে পারে।
৪: সম্বন্ধ পদের পরে কমা চিহ্ন ব্যবহৃত হয় না। সম্বোধন পদের পরে, আগে অথবা পরে কমা চিহ্ন দিতে হয়।জেমনঃ রশিদ, এখানে আস।
৫: সম্বন্ধ পদ বাক্যের বাড়তি অংশ নয়, এটি উদ্দেশ্য বা বিধেয়ের অন্তর্গত হয়। সম্বোধন পদ বাক্যের বাড়তি অংশ এবং উদ্দেশ্য বা বিধেয়ের অন্তর্গত নয়।