Solution
Correct Answer: Option D
made of - যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে made of বসে।
made from - যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তারা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা না যায় না তাহলে made from বসে।
শূন্যস্থানে from বসবে। from বসিয়ে বাক্যটির বাংলা : দুধ থেকে দই তৈরি করা হয়।