p=a×b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?
Solution
Correct Answer: Option C
ধরি, a = ১০
b = ১০
তাহলে, p = a × b;
= ১০ x ১০= ১০০
a ও b- এর ১০% বৃদ্ধি
১১ ও ১১
∴ P = a x b = ১১ ×১১ = ১২১
∴ শতকরা বৃদ্ধি = ১২১-১০০ = ২১%