৬ টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
A ৩৫.১
B ৩৫.২
C ৩৫.৩
D ৩৫.৪
Solution
Correct Answer: Option B
৬ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি
= ২৬৫.২ সে.মি
আবার , ৫ টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি
= ২৩০ সে.মি
∴ ৬ষ্ঠ কঠির দৈর্ঘ্য = (২৬৫.২ - ২৩০)=৩৫.২ সে.মি