সাতটি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1,2,3,4,5,6 ও 7 সে.মি. । কয়টি ক্ষেত্রে এদের চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অংকন সম্ভব নয়?
Solution
Correct Answer: Option B
চতুর্ভুজের তিন বাহুর সমষ্টি এক বাহু অপেক্ষা বড়
অর্থাৎ 1,2,3,4,5,6,7
এক বাহু 7 হলে তিনবাহুর সমষ্টি 1+2+3= 6
'' '' 7 '' '' '' 1+2+4=7
'' '' 6 '' '' '' 1+2+3 =6
এই ক্ষেত্রে একবাহু অপর তিন বাহুর সমষ্টির সমান বা ছোট । এবং বাকি ক্ষেত্রে একবাহু অপেক্ষা অপর তিন বাহুর সমষ্টি বড়। তাই তিন (3) ক্ষেত্রে চতুর্ভুজ অংকন করা যায় না ।