বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

A পুণ্ড্র

B তাম্রলিপ্ত

C গৌড়

D হরিকেল

Solution

Correct Answer: Option A

- বাংলার বিভিন্ন আংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬ টি জনপদে বিভক্ত ছিল।
- বাংলার জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হচ্ছে পুণ্ড্র।
- পুণ্ড্র জনপদের অবস্থান: বৃহত্তর বগুড়া, রাজশাহী , রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions