- মানুষ আগ্রহভরে ও নৈতিকতাবোধে উদ্বুদ্ধ হয়ে যে দায়িত্ব পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে।
- আর আইনের দ্বারা আরোপিত বিধি নিষেধের মাধ্যমে যেসব কাজ করা বা না করা হয় তাকে আইনগত কর্তব্য বলে। আর অধিকার ভোগ করতে হলে এসব কর্তব্য পালন করতে হয়।
কর্তব্যগুলো নিম্নরূপ:
(ক) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা,
(খ) আইন মান্য করা,
(গ) সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা,
(ঘ) নিয়মিতভাবে কর প্রদান করা,
(ঙ) রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ করা,
(চ) সন্তানদের সুশিক্ষিত করা,
(ছ) আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা।