ফোকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা ?
A বেলজিয়াম
B নরওয়ে
C ফিনল্যান্ড
D ডেনমার্ক
Solution
Correct Answer: Option D
বিভিন্ন দেশের আইনসভার নামঃ
ডেনমার্ক- ফোকেটিং ( Folketing )।
বেলজিয়াম- ফেডারেল পার্লামেন্ট।
নরওয়ে- স্টরটিং/গ্রেট অ্যাসেম্বলি।
ফিনল্যান্ড- পার্লামেন্ট।