Which of the following country has the highest life expectancy?
Solution
Correct Answer: Option A
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
• প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)।
• প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
polarized world .
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি । এর মধ্যে ২টি দেশ— উত্তর কোরিয়া ও মোনাকোকে প্রয়োজনীয় তথ্যের অভাবে দেওয়া হয়নি ।
প্রতিবেদনে বিশ্ব
• সূচক : ০.৭৩৯।
• গড় আয়ু : ৭২.০ বছর।
• মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
• শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)।
• সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)।
• গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন) ।
প্রতিবেদনে বাংলাদেশ
• সূচক : ০.৬৭০ ৷
• বাংলাদেশের অবস্থান : ১২৯তম।
• গড় আয়ু : ৭৩.৭ বছর > পুরুষ : ৭১.৫ বছর ও নারী : ৭৬.০ বছর।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) : ৬,৫১১ মার্কিন ডলার > পুরুষ : ৯,৩৮৭ মার্কিন ডলার ও নারী : ৩,৬৮৪ মার্কিন ডলার।
• মাতৃমৃত্যু (প্রতি ১,০০,০০০ জীবিত জন্মে) : ১২৩।
• শ্রমশক্তি অংশগ্রহণের হার > পুরুষ : ৮১.৪% ও নারী : ৩৯.২% ।
• দারিদ্রসীমার নিচে বসবাস : ২৪.৩%।
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ : ০.৬ টন।
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
• সূচকে > শীর্ষ : শ্রীলংকা ও সর্বনিম্ন : আফগানিস্তান।
• গড় আয়ুতে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান ।
• মাথাপিছু আয়ে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান।