In which year was Dhaka firstly established as the capital of Bangladesh?
A 1610
B 1608
C 1607
D 1605
Solution
Correct Answer: Option A
- সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খানকে বাংলা অধিকারে প্রেরণ করে।
- তিনি মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ১৬১০ সালে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন 'জাহাঙ্গীরনগর'।
- ঢাকা মোট পাঁচবার রাজধানী হয়-
• ১৬১০ - সুবা বাংলার
• ১৬৬০ - সুবা বাংলার (মীর জুমলা)
• ১৯০৫ - পূর্ববঙ্গ ও আসামের
• ১৯৪৭ - পূর্ব পাকিস্তানের
• ১৯৭১ - বাংলাদেশের।