৩০ দিনে মাস গণনারীতির আবিষ্কারক-

A অ্যাসেরীয়

B ব্যাবিলনীয়

C ফিনিশীয়

D মিশরীয়

Solution

Correct Answer: Option D

- মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা।
- নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। কৃষিক্ষেত্রে মিশরীয়দের অবদান ছিল অনস্বীকার্য।
- এছাড়াও পিরামিড নির্মান, লিখনপদ্ধতি ও জ্যোতির্বিদ্যায় এদের অবদান ছিল।
- নগর সভ্যতার সূচনা ঘটে মিশরে।
- ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনারীতির আবিষ্কারক মিশরীয় সভ্যতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions