আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (48 টি প্রশ্ন )
- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে অনুষ্ঠিত সম্মেলনে ন্যাম প্রতিষ্ঠার ব্যাপার নীতিগত সিদ্ধান্ত হয় এবং ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM আনুষ্ঠানিভাবে প্রতিষ্ঠা লাভ করে
- NAM এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ২৫ আর বর্তমান সদস্য ১২১।
- ১৯তম NAM সম্মেলন উগান্ডার কাম্পালায় জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত হয়। 
- পরবর্তী ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৭ সালে উজবেকিস্তানে।
- আবুল আহসান (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৩৬) একজন বাংলাদেশী কুটনৈতিক।
- যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
- তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
- Bangkok Vision 2030 হলো BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)-এর একটি কৌশলগত রোডম্যাপ, যা ২০২২ সালে ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলনে গৃহীত হয়। এই পরিকল্পনাটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে BIMSTEC অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক সংযোগ, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

৬ষ্ঠ BIMSTEC শীর্ষ সম্মেলন (২০২৫) – ব্যাংকক, থাইল্যান্ড
তারিখ: ৪ এপ্রিল ২০২৫
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
আয়োজক দেশ: থাইল্যান্ড (BIMSTEC-এর সভাপতি হিসেবে)

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়:
১. Bangkok Vision 2030-এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা

২. অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি

৩. ডিজিটাল কানেক্টিভিটি ও সাইবার সিকিউরিটি

৪. জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:

- ১৯৭২ সালে স্টকহোমে জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন স্টকহোমে অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।
- অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল,
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।
সিকিম উত্তর-পূর্ব ভারতের একটি অঞ্চল।
-এর রাজধানী গ্যাংটক। 
-এটি ২৬ এপ্রিল, ১৯৭৫ সালে ভারতের ২২তম প্রদেশ হিসেবে গণভোটের মাধ্যমে একীভূত হয়। 
-উল্লেখ্য, ভারতের মোট প্রদেশ ২৮টি।

- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক ‘ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়।
- ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়।
-সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭। সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
-ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

-অন্যদিকে, আলজেরিয়া উত্তর-পশ্চিম আফ্রিকার ভূ-মধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এর রাজধানী আলজিয়ার্স।
- জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) অবৈধ মাদক ও আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে একটি বিশ্বনেতা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিসংঘের নেতৃত্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য দায়ী। 
-1997 সালে প্রতিষ্ঠিত, UNODC এর বিশ্বব্যাপী প্রায় 500 জন কর্মী সদস্য রয়েছে। 
- এর সদর দপ্তর ভিয়েনায় ।
- আইনের শাসনকে শক্তিশালী করতে, স্থিতিশীল ও কার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থাকে উন্নীত করতে এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধ ও দুর্নীতির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় অপরাধ প্রতিরোধের উন্নতি এবং ফৌজদারি বিচার সংস্কারে সহায়তা করার জন্য UNODC কাজ করে। 
- 2002 সালে, সাধারণ পরিষদ UNODC-এর সন্ত্রাস প্রতিরোধ শাখার কার্যক্রমের একটি সম্প্রসারিত কর্মসূচি অনুমোদন করে। 
- কার্যকলাপগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঠারোটি সর্বজনীন আইনী উপকরণ অনুমোদন ও বাস্তবায়নে অনুরোধের ভিত্তিতে রাষ্ট্রগুলিকে সহায়তা প্রদানের উপর ফোকাস করে।
-  ইউএনওডিসির 150 টিরও বেশি দেশে 20টি ফিল্ড অফিস রয়েছে। 
- সরকার এবং বেসরকারী সংস্থার সাথে সরাসরি কাজ করার মাধ্যমে, UNODC ফিল্ড স্টাফরা দেশের বিশেষ প্রয়োজন অনুসারে মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধ কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করে।

NAM
- Non-Aligned Movement (NAM) হল একটি আন্তর্জাতিক সংগঠন।
- এটি স্নায়ুযুদ্ধের সময় গঠিত হয়েছিল।
- এর মূল উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রজ টিটো।
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) এর ধারণা তৈরি হয়।
- ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।
- বাংলাদেশ ৫ই সেপ্টেম্বর, ১৯৭৩ সালে NAM এর সদস্যপদ লাভ করে।
- বর্তমানে NAM এর ১২০টি সদস্য রাষ্ট্র এবং ১৮টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে।
- NAM এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই, তবে যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই দেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়।
OPEC
- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যোগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)।
এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। যথাঃ ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
- ওপেক এর বর্তমান সদস্য ১২টি দেশ - আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব এবং গ্যাবন(১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করে)।
- ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
- ২০১৬ সালে আবার সংযুক্ত হয়েও ২০১৬ এর শেষভাগে আবার নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়।
- সদস্য রাষ্ট্রগুলোর তেলনীতির সমন্বয় সাধন, নিজেদের স্বার্থে সদস্যদেশগুলোতে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা, অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণ করা, আন্তঃসংহতি বৃদ্ধি করা ও উন্নয়নশীল দেশসমূহকে মঞ্জুরি তহবিল গঠন করতে সাহায্য করা OPEC এর অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (বর্তমানে মহাপরিচালক)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৪টি।
- বাংলাদেশ এর সদস্যপদ: বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে।
- ২০২৪ সালের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (EIU) গণতন্ত্র সূচক অনুযায়ী, নরওয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
- নরওয়ের স্কোর ছিল ৯.৮১, যা পূর্ণ গণতন্ত্রের মানদণ্ডে সর্বোচ্চ।
- নরওয়ে দীর্ঘদিন ধরে গণতন্ত্র সূচকের শীর্ষে অবস্থান করছে, কারণ দেশটি নির্বাচন প্রক্রিয়া, নাগরিক স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং সরকারের কার্যকারিতার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ মান বজায় রেখেছে।
CEDAW= Convention on the Elimination of All Forms of Discrimination Against Women. নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণের উদ্দেশ্যে ১৮ ই ডিসেম্বর ১৯৭৯ তারিখে, কনভেনশনটি জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত হয়েছিল। বিংশতম দেশটি অনুমোদনের পরে ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর এটি আন্তর্জাতিক চুক্তি হিসাবে কার্যকর হয়।
- ১৬ তম BRICS সম্মেলন -২০২৪ সালের ২২-২৪ অক্টোম্বর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়।  
৩৬টি দেশের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলনে অংশ নেন।
- গত বছর জোহানেসবার্গ ব্রিকস সম্মেলনে বাংলাদেশ অংশ নিলেও এবার অংশ নেয়নি।
- এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় (থিম) ছিল ‘বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপক্ষীয়তাকে শক্তিশালী করা’।

- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- BRICS এর সদর দপ্তর নেই। 
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
- ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। 
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। 
- ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে।
- উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- Everything but Arms (EBA) হল ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্যোগ যার অধীনে স্বল্পোন্নত দেশগুলি থেকে EU তে সমস্ত আমদানি শুল্কমুক্ত এবং কোটা - মুক্ত , অস্ত্র ব্যতীত।
- EBA ৫ মার্চ ২০০১ এ কার্যকর হয়।
- এটি হল EU Generalized System of Preferences (GSP)-এর অংশ।
- এই প্রকল্পের উদ্দেশ্য হল বিশ্বের দরিদ্র দেশগুলির উন্নয়নকে উৎসাহিত করা।
- ম্যাচিয়াস সিলদ্বীপ (Machias Seal Island) হল একটি ছোট দ্বীপ যা উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই দ্বীপটি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত।

- এটি কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত অঞ্চল হিসেবে পরিচিত।

- দ্বীপটির আয়তন মাত্র ২০ একর (৮ হেক্টর) এবং এটি নিউ ব্রান্সউইকের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- CIRDAP- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিআইআরডিএপি)।
- CIRDAP-এর পূর্ণরূপঃ- Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- প্রতিষ্ঠিত হয়ঃ- ৬ জুলাই ১৯৭৯
- (জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদস্যদের ৬টি দেশের সমন্বয়ে প্রথম এটি গঠিত হয়।
- সদর দপ্তরঃ- ঢাকা, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী ভবন।
- প্রতিষ্ঠার উদ্যোক্তাঃ- খাদ্য ও কৃষি সংস্থা।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ,অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে ৮ ডিসেম্বর ,১৯৮৫ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ঢাকায় প্রতিষ্ঠিত হয় ।
- এর বর্তমান সদস্য ৮ টি ।যথা - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান।
- এর সদর দপ্তর কাঠমুণ্ডু ,নেপাল ।
 
-সার্ক (SAARC) এর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র পূর্বে ভারতের দিল্লিতে ছিল কিন্ত বর্তমানে গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ।

সার্কের সাংস্কৃতিক কেন্দ্রসমূহের অবস্থান -
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র----------------কলম্বো ,শ্রীলংকা
সার্ক কৃষি কেন্দ্র ------------------ধাকা,বাংলাদেশ
সার্ক শক্তি কেন্দ্র ----------------ইসলামাবাদ ,পাকিস্তান
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ------গুজরাট,ভারত
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র -ঢাকা, বাংলাদেশ
সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র --------কাঠমুন্ডু ,নেপাল ।

- বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত।
- এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- 'বিমসটেক'-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ড এ অনুষ্ঠিত হবে। 
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- এর বিচারক সংখ্যা ১৫ জন।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।
- তবে ICJ এর সভাপতির মেয়াদকাল ৩ বছর।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
উত্তর আমেরিকা ও বিশ্বের দেশসমূহের সীমান্ত তথ্য:

• কানাডা ও মেক্সিকো:

- দুটি দেশই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- তাদের মধ্যে কোন সীমান্ত সংযোগ নেই।
- আমেরিকা এই দুটি দেশের মধ্যে অবস্থিত।

• রাশিয়া:

- পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র।
- ১৬ টি দেশের সাথে সীমান্ত রয়েছে।
- সবচেয়ে কম সীমান্ত (১৭ কিলোমিটার) উত্তর কোরিয়ার সাথে।

• আর্জেন্টিনা ও ব্রাজিল:

- তাদের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৭৮৩ মেইল।

• ইন্দোনেশিয়া ও মালেশিয়া:

- ইন্দোনেশিয়া একটি দ্বীপ রাষ্ট্র।
- বোর্ণিও দ্বীপে মালেশিয়ার সাথে ১২৫৫ মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে।
এন্টার্কটিকা:

ভৌগোলিক বৈশিষ্ট্য-

সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ (4,892 মিটার)
সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল (-2,555 মিটার)

জীবজন্তু- পেঙ্গুইন, তিমি, সীল

প্রাকৃতিক সম্পদ:

প্রধান সম্পদ: পাথর
প্রধান খনিজ: কয়লা
- আফ্রিকা মহাদেশে দ্বীপ দেশগুলি সহ সর্বাধিক স্বাধীন দেশ রয়েছে।
- আফ্রিকার 53টি দেশ রয়েছে যার পরে এশিয়া রয়েছে 48টি, ইউরোপের 44টি, উত্তর আমেরিকায় 23টি দেশ রয়েছে, ওশেনিয়ায় 14টি দেশ রয়েছে এবং দক্ষিণ আমেরিকায় 12টি দেশ রয়েছে।
স্যাটেলাইট স্টেট হল প্রতিবেশী বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবাধীন অপেক্ষাকৃত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্র ।দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানকে স্যাটেলাইট রাষ্ট্র বলে মনে করা হয় ।
- ১৯৭৮ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি প্রত্যাহারের পর জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত হয় লেবানন এবং ইসরায়েলের মধ্যে নীল রেখার সীমানা রেখা।
- স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি উত্তর ইউরোপে অবস্থিত।
- কেনিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। তাই, কেনিয়া স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।
-জার্মানির সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়। তিনি জার্মানির ফেডারেল সরকারের প্রধান এবং জার্মানির রাষ্ট্রপতির পর দ্বিতীয় সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা। চ্যান্সেলরকে জার্মানির ফেডারেল সংসদ এর মাধ্যমে নির্বাচিত করা হয়।

অন্যদিকে,
- ফিনল্যান্ডের সরকার প্রধানকে প্রেসিডেন্ট বলা হয়।
- লুক্সেমবার্গের সরকার প্রধানকে গ্র্যান্ড ডিউক বলা হয়।
- নরওয়ের সরকার প্রধানকে প্রধানমন্ত্রী বলা হয়।
- তানজিম আল জিহাদ হলো ইরাকি আল কায়েদার একটি শাখা। ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে জানজিম আল জিহাদ নাম ধারণ করে। 
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন। তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত সংগঠন। 
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

বেলজিয়ামে ইউরোপের ওয়াটার লুর যুদ্ধসহ অনেক যুদ্ধ হয়েছে। তাই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বা বাফারজোন বলা হয়।
চীন অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিমি এলাকাকে নিজেদের এলাকা বলে দাবি করে। এটি চীনা ভাষায় এলাকাটিকে "জাংনান" বলে এবং বারবার "দক্ষিণ তিব্বত" এর উল্লেখ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এটি প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নে কাজ করে। প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0