When the field coil of a motor is opened- [BREB-15]
A motor will be stopped
B motion of motor will decrease
C motion of motor will increase tremendously
D motion of motor will remain same
Solution
Correct Answer: Option A
একটি মোটরের ক্ষেত্রে, ফিল্ড কয়েল (field coil) হলো সেই কয়েল যা মোটরের স্ট্যাটরে (stator) থাকেএবং এটি একটি চৌম্বকক্ষেত্র (magnetic field) তৈরি করে। এই চৌম্বকক্ষেত্রের সাহায্যে আরমেচার (armature) ঘুরতে পারে এবং মোটর কাজ করতে পারে।
- যখন ফিল্ড কয়েল খোলা (open) থাকে, তখন ফিল্ড কয়েলে কোন বিদ্যুৎ প্রবাহিত হয় না।
- ফিল্ড কয়েলে বিদ্যুৎ না থাকায় চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয় না বা খুব দুর্বল হয়।
- চৌম্বকক্ষেত্র না থাকার কারণে মোটরের আরমেচার ঘুরতে পারে না।
- ফলে মোটর সম্পূর্ণরূপে থেমে যায় বা চালু থাকে না।
অতএব, ফিল্ড কয়েল খোলা থাকলে মোটর কাজ করবে না এবং মোটর থেমে যাবে। তাই সঠিক উত্তর হলো "motor will be stopped"।