সুদের হাড় ৭% থেকে কমে ৫% হওয়াতে জনাব জলিলের আয় ৫ বছরে ৭০ টাকা কমে গেল । জনাব জলিলের মূলধন কত ছিল ?
A ৬০০ টাকা
B ৭০০ টাকা
C ৭৩০ টাকা
D ৬৫০ টাকা
Solution
Correct Answer: Option B
এখানে ,
হার =(৭-৫) =২%
সময় =৫ বছর
সুদ = ৭০ টাকা
আসল =?
আমরা জানি , আসল = (১০০×সুদ) /(হার × সময় )
= (১০০×৭০)/(২×৫)
=৭০০ টাকা