ইলেকট্রোন কে আবিষ্কার করেন?

A থমসন

B নীলস বোর

C রাদারফোর্ড

D নিউটন

Solution

Correct Answer: Option A

⇒ ১৮৯৭ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার জে. জে. থমসন (J.J. Thomson) ক্যাথোড রশি নিয়ে গবেষণা করার সময় ইলেকট্রন আবিষ্কার করেন।
⇒ তিনি প্রমাণ করেন যে, পরমাণু অবিভাজ্য নয়, বরং এর ভেতরে অতি ক্ষুদ্র ও ঋণাত্মক আধানযুক্ত কণা রয়েছে, যার নাম দেওয়া হয় ইলেকট্রন।
⇒ ইলেকট্রন হলো পরমাণুর মূল কণিকাগুলোর মধ্যে সবচেয়ে হালকা।
⇒ উল্লেখ্য যে, আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াস ও প্রোটন আবিষ্কারের সাথে যুক্ত এবং জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions