যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
A সমবাহু
B সমকোণী
C স্থুলকোণী
D বিষমবাহু
Solution
Correct Answer: Option A
যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° । তবে সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষকোণী হয়।