'মরমী' কবি কে?

A হাসন রাজা

B সুলতান মিয়াজী

C আলাউদ্দীন খা

D ঈশা খাঁ

Solution

Correct Answer: Option A

হাছন রাজা একজন মরমী কবি বা বাউল শিল্পী । প্রকৃত নাম দেওয়ান হাছন রাজা । ১৮৫৪ সালে সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । তার পূর্বপুরুষগণ ছিলেন হিন্দু এবং অযোধ্যার অধিবাসী । সিলেটে আসার আগে তারা যশোরের অধিবাসী ছিলেন । হাছন রাজা প্রথম জীবনে জমিদার ছিলেন পরবর্তীতে সন্ন্যাসজীবন গ্রহণ করেন । ১৯২২ সালে মারা যান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions