CIRDAP- এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific।
- এটি ৬ জুলাই, ১৯৭৯ তারিখে গঠিত হয়।
- এর সদস্য দেশ ১৫ টি। যথা- বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল। থাইল্যান্ড, ভিয়াতনাম, ফিলিপাইন, পাকিস্তান,। আবগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ওফিজি।
- এর সদর দপ্তর ঢাকাইয়, সুপ্রীমকোর্টের সম্মুখে চামেলী হাউজে।