বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (অফিস সহকারী) - ১৩.১২.২০২৪ (70 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- চীনের মহাপ্রাচীর (Great Wall of China) হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘতম মানবনির্মিত স্থাপনাগুলির মধ্যে একটি। এটি চীনের উত্তর সীমান্ত বরাবর নির্মিত একটি প্রতিরক্ষামূলক প্রাচীর, যা বিভিন্ন রাজবংশের শাসনামলে শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত ও সম্প্রসারিত হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তরাঞ্চলের উপজাতি ও আক্রমণকারীদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করা।
- মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, তবে এর বৃহত্তম অংশ নির্মিত হয়েছিল মিং রাজবংশের সময় (১৩৬৮–১৬৪৪ খ্রিস্টাব্দে)।

মহাপ্রাচীরের দৈর্ঘ্য:
- মোট দৈর্ঘ্য: প্রায় ৮,৮৫১ কিলোমিটার (৫,৫০০ মাইল)। এই দৈর্ঘ্যটি মূল প্রাচীর, শাখা-প্রশাখা, প্রাকৃতিক প্রতিবন্ধকতা (যেমন পাহাড় ও নদী) এবং বিভিন্ন সময়ে নির্মিত অংশগুলিকে অন্তর্ভুক্ত করে।
- প্রাচীন অংশ: প্রাচীন অংশগুলির দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার (১৩,১৭১ মাইল)।
i
ব্যাখ্যা (Explanation):
- মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (সেপ্টেম্বর ১, ১৯১৮ - ফেব্রুয়ারি ১৬, ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন।
- মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে. কর্নেল (অব.) আবদুর রব এবং ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
i
ব্যাখ্যা (Explanation):
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- এ সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
- অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী।
- উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি) ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামারুজ্জামান।
i
ব্যাখ্যা (Explanation):
- সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক ।
- ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন ।
- তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ।
- জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । 
- এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । 
- এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । 
- এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা । 
i
ব্যাখ্যা (Explanation):
- ৭ আগস্ট, ১৯০৫ সালে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটি প্রথম গীত হয়েছিল ।
- ৭ সেপ্টেম্বর,১৯০৫ সালে রবীন্দ্রনাথ স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয় ।
- একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল ।
- পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতান স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। 
- ২৫ চরণ বিশিষ্ট এই গানের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ , ১৯৭১ সালে ঘোষণা করা হয় ।
- জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী , কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
- বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
- বিশ্ববিদ্যালয়টির ২,২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।
i
ব্যাখ্যা (Explanation):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন।
- এর ফলস্বরূপ, ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি নিউক্লীয় বোমা ফেলে।
- এই হামলার ফলে শহরটি ব্যাপক ধ্বংসের শিকার হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।
- এর মাত্র তিন দিন পরে, ৯ আগস্ট ১৯৪৫ সালে, নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। 
i
ব্যাখ্যা (Explanation):
- দক্ষিণ এশীয় গেম্‌স (ইংরেজি: South Asian Games, SA Games) দ্বি-বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু-ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন।
- কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়।
- ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
- সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়। 
- ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেম্‌স বা সাফ গেম্‌স। 
- এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৮।
- সার্কভূক্ত নতুন সদস্য দেশ হিসেবে আফগানিস্তান এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতায় অংশ নেয়।
- প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা একাদশ প্রতিযোগিতার সবগুলোতেই অংশগ্রহণ করেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
- অলিম্পিক গেমস হলো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
- ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিসে অলিম্পিক গেমসের উৎপত্তি হয় এবং আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় ১৮৯৬ সালে।

- অলিম্পিক পতাকায় ৫টি ভিন্ন রংয়ের রিং আছে।
- রিংগুলোর রং হলো- লাল, নীল, সবুজ, হলুদ ও কালো।
- এ পাঁচটি রিং এর রং দ্বারা যথাক্রমে আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে বোঝায়।
- আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কোবার্ডিন ১৯১২ সালে এ পতাকার নকশা করেন।

-অলিম্পিক পতাকা ১৯১৪ সালে গৃহীত হলেও ১৯২০ সালে এন্টওয়ার্প (বেলজিয়াম) অলিম্পিকে এটি প্রথম উত্তোলন করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- 'ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাসের ২০২৪' সালের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন।
- আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র।
i
ব্যাখ্যা (Explanation):
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য নেটওয়ার্ক সিস্টেম ও সিস্টেম ব্যবহৃত হয়। ইন্টারনেট হলো WAN (Wide Area Network) প্রযুক্তির সর্ববৃহৎ সন্নিবেশ। তাই সাধারণভাবে কম্পিউটার থেকে   কম্পিউটারে তথ্য আদান প্রদান বলতে ইন্টারনেটকে বোঝায়।
- ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় সর্বপ্রথম ইন্টারনেট চালু করেন ।
- ইন্টারনেটের জনক ভিন্টন গ্রে কার্ফ।
- ৪ জুন ১৯৯৬ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 
i
ব্যাখ্যা (Explanation):
- ১৮৬৫ খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রিউ স্কট ওয়াহর সুপারিশে রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি তাঁর পূর্বসূরী জর্জ এভারেস্টের ১৫ নং পর্বতশৃঙ্গর নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট রাখে।
- ১৯৫৫ খ্রিস্টাব্দে একটি ভারতীয় জরিপে এই শৃঙ্গের উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট)।
i
ব্যাখ্যা (Explanation):
এশিয়া মহাদেশ
- আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ এই মহাদেশের অন্তর্ভুক্ত।
- এশিয়ার আয়তন প্রায় ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার (১৭,২২৬,২০০ বর্গ মাইল)।
- ৯০° পূর্ব দ্রাঘিমারেখা এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। পশ্চিমে রয়েছে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ।
- এশিয়া ও ইউরোপের সীমানায় ইউরাল পর্বতমালা অবস্থিত, যা এই দুই মহাদেশকে আলাদা করে।
- জাপান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া হলো এশিয়ার অন্তর্ভুক্ত দ্বীপপুঞ্জ এবং এদেরকে খণ্ডিত রাষ্ট্র বলা হয়।
- এশিয়ার মধ্যে আয়তনে বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- মহাদেশটির দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং।
- এশিয়া অবস্থিত জাপানকে "সূর্যোদয়ের দেশ" বলা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার।
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
i
ব্যাখ্যা (Explanation):
∴ কোণটি = ৬০°/২ = ৩০° এখন, ৩০° এর পূরক কোণ = ৯০° - ৩০° = ৬০°
i
ব্যাখ্যা (Explanation):



ল.সা.গু = ২ x ২ x ২ x ২ x ৩ x ৩ = ১৪৪
i
ব্যাখ্যা (Explanation):
x+ x - 20
= x+ 5x - 4x - 20
= x(x + 5) - 4(x - 5)
= (x + 5) (x - 4) 
i
ব্যাখ্যা (Explanation):
(a-b)/ab + (b-c)/bc + (c-a)/ca

= (c - a) /ac + (a - b) /ab + (b - c) /bc

= (c/ac - a/ac) + (a/ab - b/ab) + (b/bc - c /bc)

= (1/c - 1/a) + (1/ a - 1/b) + (1/b - 1/c)

= 0

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি,
       দৈর্ঘ্য = x
প্রশ্নমতে, ২(x + ৫) = ৪০
       ⇒x+৫ = ২০
       ⇒ x = ১৫
i
ব্যাখ্যা (Explanation):
বালতি + পানির ওজন = ১২ কেজি
বালতি + অর্ধেক পানির ওজন = ৭ কেজি

সমীকরণ দুটি বিয়োগ করে পাই,
পানির ওজন - অর্ধেক পানির ওজন = ১২ - ৭
⇒ অর্ধেক পানির ওজন = ৫ কেজি
∴ পানির ওজন = ৫ × ২ কেজি
= ১০ কেজি 

∴ বালতির ওজন = ১২ - ১০ কেজি
= ২ কেজি
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, লোকটির আয় = x টাকা

শর্তমতে,
x/২ - x/৩ = ৫০০০
বা, (৩x - ২x)/৬ = ৫০০০
বা, x/৬ = ৫০০০
 x = ৩০০০০ টাকা

লোকটির আয় ৩০০০০ টাকা।
i
ব্যাখ্যা (Explanation):
A) ৫/৬ = ০.৮৩৩ 
B) ১২/১৫ = ০.৮ 
C) ১১/১৪ = ০.৭৮৫৭ 
D) ১৭/২১ = ০.৮০৯৫ 
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি, সংখ্যা তিনটি = x, x + ১, x + ২
প্রশ্নমতে, x + x + ১ + x + ২ = ৩৩
⇒ ৩x+৩ = ৩০
⇒ ৩x = ৩৩
⇒ x = ১০
সংখ্যা তিনটি ১০, ১১, ১২
i
ব্যাখ্যা (Explanation):
দেওয়া আছে,
সদস্য সংখ্যা ৫ জন
প্রত্যেকে চাঁদা দেয় = ৫ × ৫ = ২৫ টাকা
মোট চাঁদা = ২৫ × ৫ = ১২৫ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
(√1 + √1)²

প্রথমে, √1 এর মান বের করি:
√1 = 1

এখন
(1 + 1)² = 2²
2² = 4
i
ব্যাখ্যা (Explanation):
- ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ট।
- সংখ্যা গুলো হলোঃ (২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭)।

সহজে মনে রাখার জন্য:
১-১০: (২, ৩, ৫, ৭) [৪টি]
১১-২০: (১১, ১৩, ১৭, ১৯) [৪টি]
২১-৩০: (২৩, ২৯) [২টি]

৩১-৪০: (৩১, ৩৭) [২টি]
৪১-৫০: (৪১, ৪৩, ৪৭) [৩টি]
৫১-৬০: (৫৩, ৫৯) [২টি]
৬১-৭০: (৬১, ৬৭) [২টি]
৭১-৮০: (৭১, ৭৩, ৭৯) [৩টি]
৮১-৯০: (৮৩, ৮৯) [২টি]
৯১-১০০: (৯৭) [১টি]
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
ভাজ্য = ভাজক * ভাগফল + ভাগশেষ

প্রশ্নমতে,
ভাজক = ০.৫
ভাগফল = ০.৫/১০ = ০.০৫
ভাগশেষ = ০

অতএব, ভাজ্য = ০.৫ * ০.০৫ = ০.০২৫
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি,
১ + ২ + ৩ + ....... + n = n(n +১)/২
∴ ১ + ২ + ৩ + ....... + ১০ = ১০(১০ +১)/২
= ১১০ / ২
= ৫৫

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হল ১০০০০০ এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল ৯৯৯৯।

এখন, এই দুই সংখ্যার পার্থক্য নির্ণয় করি—
১০০০০০−৯৯৯৯=৯০০০১
১০০০০০−৯৯৯৯=৯০০০১

অর্থাৎ, ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য ৯০০০১।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0