‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- কার উক্তি?
Solution
Correct Answer: Option A
মীর মশাররফ হোসেন ‘আমাদের শিক্ষা নামক
প্রবন্ধে মাতৃভাষা বাংলা সম্পর্কে বলেন, 'বঙ্গবাসী
মুসলমানদের দেশভাষা বা মাতৃভাষা “বাঙ্গালা”। মাতৃভাষায়
যাহার আস্থা নাই, সে মানুষ নহে। বিশেষ সাংসারিক
কাজকর্ম্মে মাতৃভাষারই সম্পূর্ণ অধিকার। মাতৃভাষায়
অবহেলা করিয়া অন্য দুই ভাষায় বিখ্যাত পণ্ডিত হইলেও তাহার
‘প্রতিপত্তি নাই ৷’