Solution
Correct Answer: Option B
ইউসুফ গদার ফারসি ভাষার কাব্য ‘তুহফ-ই নসাঈহ’ থেকে ১৬৬৪ সালে আরাকান রাজসভার মহাকবি আলাওল নীতিকাব্য ‘তোহফা' নামে অনুবাদ করেন। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন। রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি কোরেশী মাগন ঠাকুর ‘চন্দ্রাবতী কাব্য রচনা করেন। ‘কালিকামঙ্গল’ খান মঙ্গলকাব্যের সাবিরিদ কবি (বিদ্যাসুন্দর) কাব্য রচনা করেন।