Solution
Correct Answer: Option B
-বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
-ফারসি ‘নিম' উপসর্গটির ‘অর্ধেক’ অর্থে ব্যবহৃত শব্দ ‘নিম+রাজি নিমরাজি ।
-নি (বাংলা উপসর্গ) + খুঁত (বাংলা শব্দ) = নিখুঁত;
-আন (বাংলা উপসর্গ) + মনা (বাংলা শব্দ) = আনমনা;
-অব (তৎসম উপসর্গ) + হেলা (তৎসম শব্দ) = অবহেলা ।