বড় দাদা>বড়দা -কী ধরনের ধ্বনি পরিবর্তন ?
A অন্তর্হতি
B ব্যঞ্জনবিকৃতি
।
C বিষমীভবন
D ব্যঞ্জনচ্যুতি
Solution
Correct Answer: Option D
পাশাপাশি সমউচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায় একে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন ঃ বড় দাদা>বড়দা ;বউ দিদি >বউদি