সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি?
Solution
Correct Answer: Option B
- ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত সিকান্দার আবু জাফর সম্পাদিত 'সমকাল' সমকালীন সময়ের প্রভাবশালী পত্রিকা।
- তৎকালীন পাকিস্তানে, বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে 'সমকাল' পত্রিকার ভূমিকা অপরিসীম।
অন্যদিকে,
- মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা 'সওগাত' (১৯১৮);
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা 'বঙ্গদর্শন' (১৮৭২)।
- ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা প্রকাশিত হয়।