কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) - ১১.১১.২০২২ (65 টি প্রশ্ন )
দেহে থায়ামিনের বা ভিটামিন 'বি' এর চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষন প্রকাশ পায় ।এর অভাবে স্নায়ুর দুর্বলতা ,মানসিক অবসাদ,ক্লান্তি খাওয়ায় অরুচি ইত্যাদি সমস্যা দেখা দেয়।
(নবম-দশম শ্রেণীর সাধারন বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ৯ পৃষ্টা)
টক জাতীয় খাদ্যে ভিটামিন-সি থাকে । ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় যার ফলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরে।
(নবম-দশম শ্রেণীর সাধারন বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ১০ পৃষ্টা)
-  ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
-  ভিটামিন- এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে।
-  ভিটামিন বি-১২ অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
-  অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ভিটামিন- কে এর অভাবে।
কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনা মূল্যে প্রায় ৩২ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। এগুলোর মধ্যে রয়েছে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসবপূর্ব (প্রতিরোধ টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা।

Central Processing Unit (CPU) computer system এর কেন্দ্রীয় উপাদান। কখনও কখনও একে মাইক্রোপ্রসেসর বা processor হিসাবে ডাকা হয়। CPU হল যে কোনো কম্পিউটার সিস্টেমের মস্তিষ্ক ।  কম্পিউটারের সমস্ত মেজর calculation এবং comparison এই CPU এর মধ্যেই হয়ে থাকে। এছাড়াও CPUর আরো একটি প্রধান কাজ হল কম্পিউটারের বিভিন্ন উপকরণের operation  কে control করা। 

এর তিনটি অনশঃ
- নিয়ন্ত্রণ অংশ বা Control Unit (CU)
- গাণিতিক যুক্তি অংশ বা Arithmetic Logic Unit (ALU)
- রেজিস্টার সমূহ বা Registers

Control Unit (CU) বা নিয়ন্ত্রণ অংশঃ
এটি computer এর logic unit। কন্ট্রোল ইউনিট কোনরকম data processing এর কাজ করে না কিন্তু এটি কম্পিউটারের অন্যান্য component গুলির central nervous system এর মত কাজ করে। control unit এর প্রধান কাজ হল কন্ট্রোল ইউনিট এর প্রধান কাজ হল মেমোরি থেকে ইনস্ট্রাকশন কোড (instruction code) পড়ে তা ডিকোড করা, এরপর মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহ কে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগনাল(control signal) তৈরি করা। Control বা নিয়ন্ত্রণ ইউনিটএর কাজ হল কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। কম্পিউটারের প্রতি নির্দেশ পরীক্ষা করে এবং তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করা। প্রধান মেমোরিতে কখন তথ্য প্রয়োজন হবে তা নির্ধারণ করে সহায়ক মেমোরি থেকে প্রধান মেমোরিতে তথ্য নিয়ে আসা।

Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশঃ
Data processing এর সময় সিপিইউ যে সমস্ত instruction execute করে তা সম্পন্ন হয় এই Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশ এর মধ্যে। যখন control unit কোনরকম instruction এর সম্মুখীন হয় যার মধ্যে অ্যারিথমেটিক অপারেশন (arithmetic operation) (যেমন add, subtraction, multiply, divide) অথবা লজিক্যাল অপারেশন ( logic operation) ( যেমন less than, grater than) সম্পন্ন করার প্রয়োজন আছে, তখন কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট এর কাছে control transfer করে দেয়

Registers বা রেজিস্টার সমূহঃ
এটি computer processor এর অস্থায়ী স্টোরেজ অঞ্চল। এটি Control Unit (CU) দ্বারা পরিচালিত হয়। কোন program চালানোর সময় প্রয়োজনীয় data, নির্দেশনা এবং address রেজিস্টার এর মধ্যে রাখা হয়।


মধ্যবর্তী কোণের পরিমাণ:
= │(11M - 60H)/2│
= │(11 × 0 - 60 × 3)/2│
= │0 - 180)/2│
= │- 180/2│
= 90°
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, 3x + 2x = 90
⇒ 5x = 90
⇒ x = 18
দেওয়া আছে,
x + 1/x = 6

∴ (x - 1/x)2 = (x+ 1/x)2 - 4.x.(1/x)
                = 62 - 4
                = 36 - 4
                = 32
x2 - 16 
= x2 - 42
= (x + 4) (x - 4)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে,
a = b 

তাহলে,
a3 - ‍7a2b + 7ab2 - b3
= b3 - 7.b2.b + 7.b.b2 - b3
= b3 - 7b3 + 7b3 - b3
= 8b3 - 8b3
= 0
দেওয়া আছে,
a + b = 9,
a - b = 7

আমরা জানি, 
4ab = (a + b)2 - (a - b)2
⇒ 4ab  = 92 - 72 
⇒ 4ab  = 81 - 49
⇒ 4ab = 32
∴ ab = 8
দেওয়া আছে, 
a - b = 3,
ab = 4 

আমরা জানি,
a2 + b2 = (a - b)2 + 2ab
            = 32 + 2 × 4
            = 9 + 8
            = 17

ঐ ব্যাক্তির আয়ের ৫% = ৬০০ টাকা

সুতরাং, আয়ের ১০০% = (৬০০/৫) × ১০০ টাকা

=১২,০০০ টাকা


পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
∴ অন্তর = (১০০০০ - ৯৯৯৯) = ১
সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনাে ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়।
বাংলাদেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ হয়েছে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা যাচ্ছে বাংলাদেশের ঘরে। এমন স্মরণীয় জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি কৃষ্ণা রানী সরকারের। এই দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। সাবিনা খাতুন ৮টি গোল করে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোর্সঃ মাইএক্সামিনার সাম্প্রতিক বাটন। 
২০১০ সালের সেপ্টেম্বরে জেলা ই-সেবা কেন্দ্র চালু হওয়ার পর তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে 'বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা' হিসেবে ঘোষণা দেন।
এটির নাম দিয়েছে থাইল্যান্ড। ভিয়েতনামিজ ভাষায় যার অর্থ ‘পাতা’ ।
সোর্সঃ মাইএক্সামিনার সাম্প্রতিক বাটন থেকে। 
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫। 
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২। 
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
 
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বর্তমানে-
বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
খেতাব বাতিল হওয়ারা হলেন- লে. কর্ণেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. কর্ণেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)।

নোটঃ  মেজর জামিল মুক্তিযোদ্ধা্র জন্য খেতাব পাননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে বাঁচানোর চেষ্টা করার কারনে। 

সোর্সঃ বাংলাভিশন নিউজ

আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ৮ জানুয়ারি ১৯৭২, পাকিস্তানের নতুন সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয়। তারপর লন্ডন, ভারত হয়ে ১০ জানুয়ারি ঢাকায় প্রত্যাবর্তন করেন। তাই ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়।
ওয়ার্ল্ড ট্রেড পরিসংখ্যান রিভিউ প্রতিবেদন - ২০২২ঃ
প্রকাশকঃ WTO
১ম ঃ চীন
২য় ঃ বাংলাদেশ
৩য় ঃ ভিয়েতনাম 
৫০ জনের খাদ্য মুজদ আছে ১৫ দিনের
∴ ১ জনের খাদ্য মুজদ আছে ৫০ × ১৫ দিনের
∴  ২৫ জনের খাদ্য মুজদ আছে ৫০ × ১৫)/২৫ দিনের
                                               = ৩০ দিনের
প্রশ্ননুসারে,
জামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৯০%
                          = ৮০০ এর ৯০/১০০
                          = ৭২০ 

কামাল পরীক্ষায় পায় = ৮০০ এর ৮০%
                          = ৮০০ এর ৮০/১০০
                          = ৬৪০ 
উভয়ের প্রাপ্ত নম্বরের ব্যবধান = (৭২০ - ৬৪০) = ৮০ নম্বর

Active voice এ Imperative sentence টি মূল verb দ্বারা শুরু হলে passive voice এর শুরুতে Let বসে এবং subject এর পরে be + v3 বসে।

 সঠিক উত্তর - Let the door be shut.


'Invent'-'উদ্ভাবন'
Initiate-আরম্ভ করা
Create-সৃষ্টি
Identify-শনাক্ত করা
গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে-it is drizzling
Leisure -অবসর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
These- pronoun
Drive-verb
Dhaka-proper noun
Friendly-বন্ধুত্বপূর্ণ(adjective)



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0